Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইমাম নিয়োগকে কেন্দ্র করে হামলায় একই পরিবারের আহত ৫

প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

সাভারে মসজিদের ইমাম নিয়োগ দেয়াকে কেন্দ্র করে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার গভীর রাতে সাভারের বনগাঁও ইউনিয়নেরর বনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা হলো- পাঁচ বনগাঁও গ্রামের ইব্রাহিম (৫০), তার স্ত্রী পারভীন (৩৫), চাচা হেলাল উদ্দিন (৩৬), বাশার মিয়া (৬৫) ও সালাউদ্দিন (৪০)। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, রাতে বনগাঁও গ্রামে স্থানীয় বায়তুল ওলী জামে মসজিদে এখলাস মোল্লা নামের এক ইমাম নিয়োগ দেয়ার জন্য উদ্যোগ নেন ইব্রাহিম নামের ওই ব্যক্তি। কিন্তু ওই মসজিদে এখলাস মোল্লাকে ইমাম হিসেবে নিয়োগ দেয়া হবে না বলে জানান প্রতিবেশী ফরহাদ। পরে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষ ফরহাদ, সোহেল ও মিলন ইব্রাহিমের উপর হামলা চালায়। এ সময় ইব্রাহিমকে বাঁচাতে আসলে তার স্ত্রীসহ একই পরিবারের পাঁচ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পরে পরিবারের অন্য সদস্যরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইমাম নিয়োগকে কেন্দ্র করে হামলায় একই পরিবারের আহত ৫
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ