Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৪

প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা

পটুয়াখালীর কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের মহিলাসহ চারজন আহত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাশেম রাড়ী (৭০), সফুরা বেগম (৫৮), হাসান রাড়ী (২৪) ও খাদিজা বেগম (৩৫)-কে স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোহম্মদপুর গ্রামে। আহত ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে আহত খাদিজা বেগমের স্বামী জাফর মৃধার জমিতে একই এলাকার সোহেল খানসহ আরো তিন-চারজন চাষাবাদের জন্য ট্রাক্টর মেশিন নেয়াকে কেন্দ্র করে বাক-বিত-ার সৃষ্টি হয়। এক পর্যায় সোহেল খান পূর্ব শত্রুতার জের মেটাতে পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়ে কাছেম রাড়ী পরিবারের চার সদস্যকে জখম করে। এ সংবাদ শুনে মহিপুর ইউনিয়নের নিজশিববাড়িয়া গ্রামের কাছেম রাড়ীর জামাতা শাহজাহান মীর ঘটনা স্থলে গেলে পুনরায় সোহেল খান তার লাঠিয়াল বাহিনী দিয়ে শাহজাহান (৬৫)-কে এলোপাতাড়ি মারধর করে বিবস্ত্র করে ফেলে। এ ব্যাপারে নীলগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান অ্যাড. নাসির উদ্দিন বলেন, পক্ষদ্বয়ের আচারণ মোটেই ভালো নয় যে কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। তবে একপক্ষ আরেক পক্ষকে মারধর করে আহত করবে সেটা সমীচীন নয়, এ ঘটনার সমাধান হওয়া উচিৎ। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান কলাপাড়া থানার ওসি জি এম শাহ নেওয়াজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৪
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ