রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
আড়াইহাজারের খাগকান্দা ইউনিয়নের কয়েকটি গ্রামে পাগলা শিয়াল আতংক দেখা দিয়েছে। শিয়ালের আক্রমণ থেকে বাঁচতে জনগণ টেটা বল্লম হাতে নিয়ে রাত জেগে পাহাড়া দিচ্ছে। গত ৩ দিনে পাগলা শিয়ালের হামলায় নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। মঙ্গলবার হতে গতকাল বৃহস্পতিবার বিকাল পর্যন্ত খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দী, ডোমারচর, তাতুয়াকান্দা ও নয়নাবাদ গ্রামে শিয়ালের আক্রমণের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, কয়েক দিন ধরে পাগলা শিয়ালের উৎপাত বেড়ে গেছে এলাকাতে। যাকে সামনে পায় তাকেই আক্রমণ করা হচ্ছে। আহতদের মধ্যে কামাল হোসেন, আলাউদ্দিন, মাহিন, আক্তার বেগম, বারেক, শহিদুল্লাহ, রাসেল, আসাদ, কাউছার ও ফাতেমা বেগমসহ অন্তত ২৫ জন রয়েছে। ডোমার চরের মজিবুর রহমান জানান, কয়েকটি গ্রামে দিনের বেলায় পাগলা কুকুর আর রাতে বেলায় শিয়ালের উৎপাত চরম ভাবে বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যার পর ঘর থেকে বের হতে হলে হাতে লাঠি নিয়ে বের হতে হচ্ছে। এলাকাবাসী জানায়, যখন কুকুর আসে তখন শিয়াল পালায়। কুকুর চলে গেলে শিয়াল আসে। এই যন্ত্রণায় আছেন গ্রামবাসী। বর্তমানে কুকুরের চেয়ে শিয়ালের উৎপাত বেশী। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাবিব ইসমাইল ভুইয়া জানান, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে শিয়ালের আক্রমণের ১২ জন নারী-পুরুষ চিকিৎসার জন্য এসেছেন। বাকিরা ঢাকায় চিকিৎসা নিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।