মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস বার বার তার রূপ পরিবর্তন করছে। এই ধারা অব্যাহত থাকায় নতুন স্ট্রেন আতঙ্ক ছড়াচ্ছে। বর্তমানে নতুন স্ট্রেনে আক্রান্ত হলে মাত্র তিন থেকে চার দিনের মধ্যেই রোগীর অবস্থা গুরুতর হচ্ছে। আর নতুন স্ট্রেন ধরা পড়েছে ভারতের অন্ধ্র প্রদেশের কুর্ণুলে।
কোভিডের নতুন স্ট্রেনের নাম দেওয়া হয়েছে এন৪৪০কে। বিশেষজ্ঞদের ধারণা সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি সংস্থার আবিষ্কৃত এই স্ট্রেন আরও ১৫ গুণ বেশি ভয়ঙ্কর ক্ষতি করতে পারে।
জানা গেছে, অন্ধ্র প্রদেশের কুর্ণুল জেলাতেই এই নয়া স্ট্রেনের সন্ধান মিলেছে প্রথম। বর্তমানে নতুন স্ট্রেন রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকায় নাম দেওয়া হয়েছে অন্ধ্র প্রদেশ স্ট্রেন। যদিও বিশেষজ্ঞদের অনুমান, খুব দ্রæতই এই স্ট্রেন ভারতের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ভারতের প্রথম দুই স্ট্রেন, বি১.৬১৭ এবং বি১.৬১৮ স্ট্রেনগুলোর থেকেও ভয়ঙ্কর এই নতুন স্ট্রেন। আগের তুলনায় ১৫ গুণ বেশি সংক্রামকও বটে।
কুর্ণুল জেলা কালেক্টর ভি বিনয় চাঁদ বলেন, ‘আমাদের এখনও এই স্ট্রেন সম্পর্কে ধারণা তৈরি করতে হবে। এই স্ট্রেনই ছড়িয়ে পড়েছে কিনা, তা নিয়েও পর্যালোচনা প্রয়োজন। ইতোমধ্যেই নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে টেস্টের জন্য পাঠানো হয়েছে।’
তিনি ধারণা করছেন, বিশাখাপত্তনমেই এই স্ট্রেনে আক্রান্ত হয়েছেন বহু মানুষ। তাদের সকলের মধ্যেই নানা শারীরিক জটিলতার সৃষ্টি হয়েছে। যা আগের তুলনায় একেবারেই আলাদা। মাত্র তিন থেকে চার দিনের মধ্যে বিশাখাপত্তনমের একাধিক কোভিড আক্রান্তের পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে।
কুর্ণুল জেলার কোভিড স্পেশ্যাল অফিসার পিভি সুধাকর বলেন, ‘ভাইরাসের নতুন স্ট্রেন খুব দ্রæত কাহিল করছে রোগীদের। শরীরে প্রভাব পড়ছে অনেক বেশি। এর আগের স্ট্রেনে আক্রান্ত হওয়ার সপ্তাখানেক পর রোগীদের শ্বাসকষ্টের সমস্যা দেখা যেত।
তিনি বলেন, নতুন স্ট্রেনে আক্রান্ত হলে মাত্র তিন থেকে চার দিনেই গুরুতর অবস্থায় চলে যাচ্ছেন রোগীরা। এর জেরেই অক্সিজেন এবং আইসিইউ বেডের হাহাকার শুরু হয়েছে। চিকিৎসকরা আরও জানাচ্ছেন, মূলত তরুণদের মধ্যেই এই স্ট্রেনের প্রভাব বেশি দেখা যাচ্ছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, নিউজ ১৮।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।