গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন বাংলাদেশ-এর আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর ও মহাসচিব আল্লামা জাফরুল্লাহ্ খান একযুক্ত বিবৃতিতে বলেন, ২৬ মার্চ ও তার পরবর্তী অপ্রীতিকর ঘঠনাকে কেন্দ্র করে যে সকল নিরীহ আলেম উলামাদের গ্রেফতার করা হয়েছে আসন্ন ঈদের আগেই তাদের মুক্তি দিন। নেতৃদ্বয় বলেন, নিরীহ নিরপরাধ আলেম-উলামাদের হয়রানি বন্ধ এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এতে করে সরকারের ভাব-মর্যাদা রক্ষা হবে। নেতৃদ্বয় আরো বলেন,এদেশে ইসলাম আক্রান্ত হলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। তারা বলেন, আমরা মনে করি মাদরাসা শিক্ষা ব্যবস্থা আজ গভীর ষড়যন্ত্রের শিকার। কালক্ষেপন না করে ঈদের পর মাদরাসাগুলো খুলে দিতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।