Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আকাশপথেও ঈদের ভিড় : মিলছে না টিকিট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মে, ২০২১, ১:৩১ পিএম

টানা তিন সপ্তাহ বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার রাস্তায় নেমেছে গণপরিবহন। তবে আন্তঃজেলা চলাচল এবং দূরপাল্লার বাস বন্ধই থাকবে। বন্ধ থাকছে ট্রেন-লঞ্চও। ফলে দূর-দূরান্তে যেতে আকাশপথের ওপর নির্ভর করছেন অনেকে। এ সুযোগে উড়োজাহাজে ভাড়া বেড়েছে অনেক। কিছু গন্তব্যের টিকিট নেই। আকাশযানে ভাড়া সরকারিভাবে নির্ধারণের সুযোগ নেই। বিমান চলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিধানমতে।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়িয়ে গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। তবে ৫ মের পর যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালনসাপেক্ষে জেলার ভেতর গণপরিবহন চলাচল করতে পারবে। ট্রেন ও লঞ্চ চলাচল আগের মতোই বন্ধ থাকবে।

অনেকে ঢাকার বাইরের সাতটি গন্তব্যে যেতে সড়ক, রেল ও নৌপথের বিকল্প হিসেবে বিমানে যাতায়াত করেন। এবার ঈদের আগেও যেহেতু আন্তঃজেলা বাস, ট্রেন, লঞ্চ বন্ধ থাকছে, তাই আকাশপথে যেতে ইচ্ছুকদের সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে বেশি।

এ কারণে দেশের বিভিন্ন অভ্যন্তরীণ রুটের টিকিটের চাহিদা বেড়ে গেছে। ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকার টিকিট ৯ হাজার টাকাতেও মিলছে না। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার, ইউএস-বাংলাসহ সব সংস্থারই একই হাল- টিকিট সংকট।

AvKvkc‡_I C‡`i wfo : wgj‡Q bv wUwKU

÷vd wi‡cvU©vi

Uvbv wZb mßvn eÜ _vKvi ci AvR e„n¯úwZevi iv¯Ívq †b‡g‡Q MYcwienb| Z‡e AvšÍt‡Rjv PjvPj Ges `~icvjøvi evm eÜB _vK‡e| eÜ _vK‡Q †Uªb-jÂI| d‡j `~i-`~iv‡šÍ †h‡Z AvKvkc‡_i Ici wbf©i Ki‡Qb A‡b‡K| G my‡hv‡M D‡ovRvnv‡R fvov †e‡o‡Q A‡bK| wKQy MšÍ‡e¨i wUwKU †bB| AvKvkhv‡b fvov miKvwifv‡e wba©vi‡Yi my‡hvM †bB| wegvb P‡j AvšÍR©vwZK †emvgwiK wegvb PjvPj KZ©„c‡¶i weavbg‡Z|

K‡ivbv msµgY wbqš¿‡Y Pjgvb wewawb‡la 16 †g ch©šÍ evwo‡q MZKvj eyaevi cÖÁvcb Rvwi K‡i gwš¿cwil` wefvM| cÖÁvc‡b ejv n‡q‡Q, AvšÍt‡Rjv MYcwienb eÜ _vK‡e| Z‡e 5 †gi ci h_vh_ ¯^v¯’¨wewa cÖwZcvjbmv‡c‡¶ †Rjvi †fZi MYcwienb PjvPj Ki‡Z cvi‡e| †Uªb I j PjvPj Av‡Mi g‡ZvB eÜ _vK‡e|

A‡b‡K XvKvi evB‡ii mvZwU MšÍ‡e¨ †h‡Z moK, †ij I †bŠc‡_i weKí wn‡m‡e wegv‡b hvZvqvZ K‡ib| Gevi C‡`i Av‡MI †h‡nZy AvšÍt‡Rjv evm, †Uªb, j eÜ _vK‡Q, ZvB AvKvkc‡_ †h‡Z B”QyK‡`i msL¨v ¯^vfvweK mg‡qi †P‡q †ewk|

G Kvi‡Y †`‡ki wewfbœ Af¨šÍixY iæ‡Ui wUwK‡Ui Pvwn`v †e‡o †M‡Q| 3 †_‡K mv‡o 3 nvRvi UvKvi wUwKU 9 nvRvi UvKv‡ZI wgj‡Q bv| wegvb evsjv‡`k GqvijvBÝ, b‡fvGqvi, BDGm-evsjvmn me ms¯’viB GKB nvj- wUwKU msKU|

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিমান

১৩ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ