মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রাজিলের দক্ষিণাঞ্চলের সান্তা ক্যাটেরিনা প্রদেশে একটি নার্সারি স্কুলে ছুরিকাঘাতে তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় গত মঙ্গলবার সকাল ১০টায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত ওই শিশুদের বয়স দুই বছরের নিচে। হামলার সময় ভবনটিতে ৩০ জন শিশু ছিল।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, ব্রাজিলের মিলিটারি পুলিশ জানিয়েছে, সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ফোনে হামলার খবর পায় তারা।
এক বিবৃতিতে পুলিশ আরও জানিয়েছে, হামলার পর ১৮ বছর বয়সী হামলাকারী ছুরি দিয়ে নিজেকে আঘাত করে। হামলাকারীর অবস্থা গুরুতর। তবে এই হামলার কারণ এখনো জানা যায়নি।
পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলাকারী পরে নিজের শরীরেও আঘাত করেন; গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভয়াবহ এই হামলার পেছনে কি উদ্দেশ আছে সে সম্পর্কে কিছু বলতে পারেনি কর্তৃপক্ষ। তবে হামলাকারীর পূর্বের অপরাধের কোন রেকর্ড নেই বলে উল্লেখ করেছে। এই ঘটনায় গভর্ণর দানিয়েলা রেইনর রাজ্যজুড়ে তিন দিনের শোক ঘোষণা করেছেন। সূত্র : বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।