বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের উদ্যোগে গতকাল বুধবার দুপুরে শহিদ হাদিস পার্কে একশত অসহায় প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের চেয়ারম্যান তালুকদার আব্দুল খালেক।
ত্রাণ সামগ্রী বিতরণকালে সিটি মেয়র বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানুষের পাশে থেকে আত্মমানবতার সেবায় কাজ করে। করোনাভাইরাস সংক্রমণ শুরু থেকেই রেড ক্রিসেন্ট সোসাইটি অসহায় মানুষকে সহযোগিতা করছে। তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ। তাদের অবহেলার কোন সুযোগ নেই। সরকার প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভাতা চালু করেছে। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ।
অনুষ্ঠানে মেয়র একশত প্রতিবন্ধীদের মাঝে মাথাপিছু সাড়ে সাত কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি আলু, এক লিটার তেল, সুজি ৫০০ গ্রাম ও এক কেজি লবণ বিতরণ করেন। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের কর্মকর্তা মো. মঈনুল ইসলাম পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।