বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লকডাউনেও সড়কে বাড়ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১০ জন। আহতদের বিভিন্ন সরকারি- বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে লালমনিরহাট ও নাটোরে ২ জন করে, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে একজন করে।
টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুর আড়াইটার দিকে নাগরপুর উপজেলার দাসপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত হিমেল (২৪) দেলদুয়ার উপজেলার নান্দুরিয়া এলাকার আজিজুল ইসলামের ছেলে। এ ঘটনায় আহত ইমরানকে (২৩) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে ট্রাকের চাপায় আব্দুস সাত্তার ওরফে মেঘা প্রামাণিক নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শিবপুর ফিলিং স্টেশনের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেঘা প্রামাণিক উপজেলার গোপালপুর খাঁ পাড়া গ্রামের বাসিন্দা।
লালমনিরহাট : ধরলা নদীতে মাছ ধরতে যাওয়ার সময় লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় দুই জেলে নিহত হয়েছেন। এ সময় ভ্যানচালকসহ আরও তিনজন আহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার লালমনিরহাট-বুড়িমারী কল্লাটারী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা আকবর আলী (৫৫) এবং যাদু ইসলাম (৩৭)।
পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার সকালে ভ্যানে করে কয়েকজন জেলে ধরলা নদীতে মাছ ধরতে যাচ্ছিলেন। লালমনিরহাট-বুড়িমারী কল্লাটারী ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ভ্যানের দুই যাত্রী ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন।
নাটোর : নাটোরের সিংড়া উপজেলার ইটালী গ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে কৃষক নায়েব আলী (৫০) নিহত হয়েছেন। সে একই ইউনিয়নের দেওগাছা গ্রামের আফাজ ওরফে লাদু মোল্লার ছেলে। গত মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিটে ইটালী বাজারের আগে ব্রিজে এ ঘটনা ঘটে। জানা গেছে, ইটালী বাজারের নিকটে একটি মাদরাসার পাশে দু’দিন আগে একটি ট্রাক উল্টে যায়। রাতে ট্রাকটি অপর একটি ট্রাক তুলে নিয়ে যাবার পথে ব্রিজের কাছে পৌঁছালে রশি ছিঁড়ে ট্রাকটি মোটরসাইকেল আরোহী নায়েব আলীকে চাপা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন যাত্রী। গতকাল দুপুর ২টায় ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
কিশোরগঞ্জ : সিএনজি চালিত অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে আলমগীর হোসেন (২০) নামে একজন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৫ জন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকাল ৪ টার দিকে কটিয়াদী- মঠখোলা সড়কের মসুয়া ইউনিয়নের জামতলা নামক স্থানে। নিহত আলমগীর হোসেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাধাঘাট ইউনিয়নের পুরানঘাট গ্রামের জিয়াউর রহমানের ছেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।