Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছিঃ ‘গুণধরের’ সন্তান বিক্রি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মে, ২০২১, ১২:০১ এএম

সন্তান প্রতিপালনে ঝামেলা অনেক! তাই তাকে বিক্রি করে সেই টাকায় স্ত্রীকে নিয়ে ছুটি কাটাতে গেল এক ব্যক্তি! তবে তাদের সেই ‘হলিডে মুড’ অবশ্য শেষ পর্যন্ত চিরস্থায়ী হয়নি। পুরো বিষয়টি পুলিশের নজর আসতেই শ্রীঘরে যেতে হল অভিযুক্তকে।

চিনের ঝেজিয়াং প্রদেশেই ঘটেছে এই অমানবিক ঘটনা। সদ্য প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় অভিযুক্ত শি’র। সেই পক্ষের ২ বছরের শিশুপুত্রের সব দায়ভার বর্তায় তার উপরেই।
ইতোমধ্যেই নতুন করে বিয়ে করে শি। আর তারপরই ছেলে জিয়াজিয়াতে দেড় লাখ ইউয়ানেরও বেশি অঙ্কের অর্থের বিনিময়ে বেচে দেয় সে। বাংলাদেশি মুদ্রার হিসেবে ২০ লাখ ৬৫ হাজার টাকা। বিপুল ওই টাকা নিয়ে রাতারিত দেশ বেড়ানোর প্ল্যানও করে ফেল অভিযুক্ত। তারপর বেড়িয়ে পড়ে নতুন স্ত্রীকে নিয়ে।
শেষ পর্যন্ত অবশ্য ধরা পড়ে গেল ওই ব্যক্তির চরম নির্দয়তা। আসলে অন্য শহরে কাজ করতে যেতে হত বলে নিজের ছেলেকে প্রথমে ভাইয়ের জিম্মায় রেখে গিয়েছিল শি। কিন্তু পরে সে সেখান থেকে জিয়াজিয়াকে নিয়ে চলে যায়। বলে যায়, ছেলের মা সন্তানকে দেখতে চেয়েছে বলে তাকে নিয়ে যাচ্ছে।

তারপর থেকেই আর তার সঙ্গে ভাইয়ের যোগাযোগ হয়নি। ছেলে তো বটেই, শি নিজেও আর দেখা করেনি পরিবারের সঙ্গে। পরিস্থিতি দেখে সন্দেহ হয় শি’র পরিবারের। এদিকে জিয়াজিয়ার মা ছেলেকে দেখতে উন্মুখ হয়ে ওঠেন। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে।

পুলিশ তদন্তে নেমে সন্ধান পায় অভিযুক্তের। কেবল শি নয়, গ্রেফতার করা হয়েছে সেই দম্পতিকেও যাদের কাছে নিজের সন্তানকে বিক্রি করেছিল সে। আপাতত জিয়াজিয়াকে ফেরত দেওয়া হয়েছে তার চাচার কাছে।
ইতোমধ্যেই পুলিশ জানতে পেরেছে শি ও তার সাবেক স্ত্রী’র আরও দু’টি সন্তান ছিল। সেই শিশু কন্যাদেরও নাকি অন্য কাউকে দিয়ে দিয়েছে তারা! এই বিষয়টি নিয়ে পুলিশ কোনও তদন্ত করছে কিনা তা এখনও জানা যায়নি। সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট, ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ