রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘর বাজারে ফলের দোকানে হামলায় এক কর্মচারী আহত ধাওয়া-পাল্টা ধাওয়া ও দুই পক্ষের ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার ঘাঘর বাজারে ফলের দর-দাম নিয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাঘর কান্দা গ্রামের ফল ব্যবসায়ী লিটন খলিফার কর্মচারী হাফিজ শেখ (৩১) আহত হয়। সে টিহাটি গ্রামের বজলু শেখের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যায় মাঝবাড়ী গ্রামের সাজাহান দাড়িয়ার ছেলে জুয়েল ও জসিম দাড়িয়া ফল কিনতে দোকানে আসে।
পরবর্তীতে কুরপালা গ্রামের লোকজন লাটিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে মহরা দিতে থাকে। এ খবর পেয়ে মাঝবাড়ী গ্রামের লোকজন ঢাল-সরকী ও ইট-পাটকেল নিয়ে মাছের আড়তের কাছে অবস্থান নেয়। দুই পক্ষের মধ্যে শুরু হয় ইট-পাটকেল নিক্ষেপ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।