Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মে, ২০২১, ৮:০২ পিএম

ঝালকাঠির রাজাপুরে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতম রায় (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে -আজ বুধবার (৫ মে) দুপুর আনুমানিক বেলা সাড়ে ১২ টার দিকে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার কাঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী পিতম রায় নিহত হয়েছেন।

নিহতের ভাই বিশ্বজিৎ জানায়- নিহত পিতম রায় আমার অবিবাহিত ছোট ভাই। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা সদরের গুরুপদো রায় আমাদের বাবা। নিহত পিতম রায় বরিশালে টিউশনি করাতেন৷ মা বাবা নেই। পিতম আজকের খুলনা থেকে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল। হঠাৎ ফোনে মৃত্যুর খবর পেয়ে খুলনা থেকে দ্রুত ছুটে আসছি।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত ) অনিমেষ মন্ডল ও ডিউটি অফিসার মোঃ নুরুজ্জামান সন্ধ্যায় জানান, মামলা প্রক্রিয়াধীন। ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে এবং ট্রলি চালক পলাতক রয়েছে। মরদেহ রিপোর্ট লেখা পর্যন্ত থানা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দূর্ঘটনা

১২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ