Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন ট্রায়াল দাবি চৌভিনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মে, ২০২১, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের হত্যার বিচারে নতুন করে ট্রায়ালের দাবি জানিয়েছেন অভিযুক্ত শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিন। এর আগে যুক্তরাষ্ট্রের মিনেসোটার মিনোয়াপলিস শহরে কৃষ্ণাঙ্গ ফ্লয়েডের হত্যায় চৌভিনকে দোষী করে গত মাসে রায় ঘোষণা করে আদালত। তবে সে মামলায় শভিনের পক্ষ থেকে প্রসিকিউটর এবং বিচারকদের বিরুদ্ধে অসদাচারণের অভিযোগ দায়ের করেছেন তার আইনজীবীরা। এক ভিডিওতে দেখা যায়, চৌভিন তার হাটু দিয়ে নয় মিনিটিরও বেশি সময় ধরে ফ্লয়েডকে চেপে ধরেন। এ ঘটনায় মানুষ হত্যার দায়ে তাকে দোষী করে আদালত। তবে চৌভিনের আইনজীবীর অভিযোগ তার মক্কেল ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। চৌভিনের আইনজীবী এরিক নেলসন আদালতে দেয়া নথিপত্রে অভিযোগ করে বলেন, বিচারের পদ্ধতিটা নিরপেক্ষ ছিলো না। নেলসন লিখেছেন, মামলায় তার মক্কেলকে লঘু পাপে গুরু দÐ দেয়া হয়েছে, যা ছিলো আগাগোড়া অনুমান নির্ভর। তার দাবি, বিচারের প্রক্রিয়ায় কাঠামোগত ত্রæটি রয়ে গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো বলছে, বিচারের জন্য নতুন ট্রায়ালের দাবিটা অপ্রত্যাশিত কিছু নয়। দোষীদের ক্ষেত্রে এটি একটি সাধারণ ঘটনা যে তারা এ নিয়ে অভিযোগ তুলবেনই। বিবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ