রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের মহিলা ও শিশুসহ ১০ জন আহত হয়েছে। বুধবার রাতে উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর গ্রামে বুধবার রাতে ১টি ছাগলকে মারধর করাকে কেন্দ্র করে মোজাম্মেল ও দৌলতের পরিবারের লোকজন কথাকাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের মহিলা ও শিশুসহ ১০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা হচ্ছে- মোজাম্মেল (৬০) ও তার স্ত্রী সাহেলা বেগম (৫০), দৌলত (৪০), তোহুরুল (৩০), হাবিব (২০), আকতারা (২০), সেলিম (৩৫) ও সুমি (২৫)। আহতদের মধ্যে ৫ জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও ২ জন রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। এ ব্যাপারে কোন পক্ষ কোন অভিযোগ দায়ের করেনি বলে জানায় পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।