Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ মহিলা ও শিশুসহ আহত ১০

প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের মহিলা ও শিশুসহ ১০ জন আহত হয়েছে। বুধবার রাতে উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর গ্রামে বুধবার রাতে ১টি ছাগলকে মারধর করাকে কেন্দ্র করে মোজাম্মেল ও দৌলতের পরিবারের লোকজন কথাকাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের মহিলা ও শিশুসহ ১০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা হচ্ছে- মোজাম্মেল (৬০) ও তার স্ত্রী সাহেলা বেগম (৫০), দৌলত (৪০), তোহুরুল (৩০), হাবিব (২০), আকতারা (২০), সেলিম (৩৫) ও সুমি (২৫)। আহতদের মধ্যে ৫ জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও ২ জন রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। এ ব্যাপারে কোন পক্ষ কোন অভিযোগ দায়ের করেনি বলে জানায় পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ মহিলা ও শিশুসহ আহত ১০
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ