মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গন্তব্য খুঁজতে যারা হরহামেশা গুগল ম্যাপের আশ্রয় নিয়ে থাকেন, তাদের অনেকেরই অদ্ভুত একটি অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে। হঠাৎ করে অ্যাপটি ভুলভাল শব্দ উচ্চারণ করছে!
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন যে গুগল ম্যাপ থেকে তাদের ভুল উচ্চারণে নির্দেশনা দেয়া হচ্ছে। গুগল ফোরামে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ইউস’ শব্দের পরিবর্তে ম্যাপ ‘ওজো’ উচ্চারণ করছে! ‘অ্যাভিনিউর’ পরিবর্তে শোনাচ্ছে ‘ওভিনেউ’। বিভিন্ন স্থানের নামেও ভুল করছে ম্যাপটি। প্রথম শোনায় মনে হতে পারে, অ্যাপটি ইংলিশ এবং ফ্রেন্স ঢঙে উচ্চারণ করছে। কিন্তু কারো কারো দাবি, ভারতীয় ভঙ্গিতে উচ্চারণগুলো হচ্ছে।
এই সমস্যা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বেশি ফেস করছেন। এ বিষয়ে গুগল একটি আপডেট এনেছে। তবে সব সমস্যা ঠিক হয়েছে কি না, সেটি নিশ্চিত নয়। সাময়িকভাবে সমস্যাটি থেকে মুক্তি পেতে ক্যাশ ক্লিয়ার করে, সাইনিং ইন-আউট করে ফোন রিস্টার্ট দিতে হবে। ডিফল্ট ল্যাঙ্গুয়েজও ঠিক করে নিতে হবে। গুগলের একজন কমিউনিটি সদস্য জানিয়েছেন, সমস্যার কথা গুগলকে ইতিমধ্যে জানানো হয়েছে। তবে বাগটি ঠিক করা হয়েছে কি না, সে বিষয়ে তারা নিশ্চিত নন। সূত্র : টেক টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।