নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
কয়েক দিন আগেই হুট করে বরখাস্ত হয়েছেন টটেনহ্যামের দায়িত্ব থেকে। সপ্তাহ দুয়েকের মাথায়ই নতুন চাকরি পেলেন হোসে মরিনহো। গতকাল এই পর্তুগিজ কোচকে নিজেদের কোচ হিসেবে ঘোষণা দিয়েছে ইতালিয়ান ক্লাব এএস রোমা।
এক বিবৃতিতে তারা জানায়, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে হোসে মরিনহোকে ২০২১-২২ মৌসুম সামনে রেখে কোচ হিসেবে পাওয়ার ব্যাপারে চুক্তি করেছি।’ এর আগে বর্তমান কোচ পাওলো ফনসিকার চলতি মৌসুম শেষেই চলে যাওয়ার কথা জানায় রোমা।
ইতালিয়ান সিরি’আতে বর্তমানে সপ্তম স্থানে আছে রোমা। ২০২৪ সালের শেষ পর্যন্ত মরিনিওয়ের সঙ্গে চুক্তি করেছে ক্লাবটি। রোমার দায়িত্ব পেয়ে এই ক্লাবের স্বপ্নের অংশীদার হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন মরিনহো।
তিনি বলেন, ‘এই ঐতিহ্যবাহী ক্লাবের নেতৃত্বে আমাকে দেওয়ায় এবং এর স্বপ্নের অংশীদার করায় ফ্রেডকিন পরিবারকে ধন্যবাদ। রোমার ভক্তদের অবিশ্বাস্য প্যাশন আমাকে এই চাকরি গ্রহণ করতে প্রভাবিত করেছে। আমি আগামী মৌসুম শুরুর অপেক্ষায় আছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।