Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

অবশেষে খুলনায় স্বস্তির বৃষ্টি

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৪ মে, ২০২১, ১০:০৩ এএম

খুলনায় অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। বৈশাখ প্রায় শেষ হতে চললেও দেখা মিলছিল না বৃষ্টির। তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছিল। মাঠঘাট ফেটে চৌচির অবস্থা। পানির জন্য চলচজিল হাহাকার। বৃষ্টির জন্য আল্লাহর রহমত প্রার্থনা করে বিভিন্ন স্থানে দোয়া ও নামাজ পড়েছিলেন মুসল্লীরা।
আগেরদিন অর্থাৎ সোমবার সকাল থেকেই আকাশে মেঘের ঘনঘটা ছিল। রাতে দমকা হাওয়া বয়ে যায়। সাথে খুব সামান্য বৃষ্টি। আজ মংগলবার ভোর রাত থেকেই কাংখিত বৃষ্টি নামে। একইসাথে খানিক পরপর মেঘের গর্জন, আকাশে বিদ্যুতের আলোর ঝলকানি। দীর্ঘ খরার পর শান্তির বৃষ্টির পরশ পেতে সকালে অনেকেই রাস্তায় নেমে আসেন।
খুলনা আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আরো দু একদিন এমন ঝড় বৃষ্টিপূর্ণ আবহাওয়া বিরাজ করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবহাওয়া

২৯ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ