পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, রমজান মাস কোরআন নাজিলের মাস। কোরআন নাজিলের এ মহান মাসে কোরআনী শাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, কোরআনের শাসন না থাকায় বিশ্বে আজাব গজব শুরু হয়েছে। মহামারি করোনা একটি খোদায়ী গজব। এ গজব থেকে বাঁচতে হলে সবাইকে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে এবং গোনাহমুক্ত জীবন যাপনে ফিরে আসতে হবে। দুর্নীতি দু:শাসনের মুলোৎপাটন করে ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সকলকে আত্ম নিয়োগ করতে হবে।
গতকাল রাজধানীর আনন্দবাজারস্থ একটি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানা শাখা আয়োজিত করোনা মহামারি থেকে পরিত্রাণের লক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। শাহবাগ থানা সভাপতি তকদির হোসেন রুবেলের সভাপতিত্বে এবং সেক্রেটারী কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর দক্ষিণ অর্থ সম্পাদক আলহাজ নজরুল ইসলাম খোকন, ছাত্রনেতা ইমরান নূর।
সভাপতির বক্তব্যে তকদির হোসেন রুবেল বলেন, করোনা মহামারি আল্লাহর গজব। এ থেকে বাঁচতে হলে বেশি বেশি তওবা, ইস্তেগফার করা জরুরি। তিনি বলেন, রমজান মাসে বেশি বেশি ইবাদত করে গোনাহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।