বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সান্তাহার পৌরসভায় সরকারি ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরনের তালিকায় স্বজনপ্রীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সূত্র জানায়, করোনার কারনে লকডাউন এবং ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদানের তালিকার বিষয়ে একজন ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। ওই কাউন্সিলর নিজের আত্মীয় ও সমর্থকদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করে তাদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। লিখিত অভিযোগে জানা যায়, গত রোববার ত্রাণ বিতরণ করা হলেও সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রকৃত শ্রমিক, দিনমজুর গরীব অসহায় মানুষের নাম তালিকাভুক্ত করা হয়নি। ত্রাণ বিতরণের সময় অসহায় লোকজন হাজির হলে কাউন্সিলর তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। ত্রাণ চাইলে কাউন্সিলর ক্ষিপ্ত হয়ে তাদেরকে তাড়িয়ে দেন।
এলাকার গরীব অসহায় লোকজন এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট সুবিচার চেয়ে আবেদন করেছে। তারা আবেদনে অভিযোগ করেন, ওই কাউন্সিলর যাকে ভোট দিয়েছ তার কাছে যাও বলে তাড়িয়ে দেন। এ ব্যাপারে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।