Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রমবাজারে লিঙ্গ বৈষম্য বেড়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০২১, ১২:০২ এএম

পৃথিবীর দেশগুলোর শ্রমবাজারে সবসময়ই লিঙ্গ বৈষম্য ছিল। তবে কোভিড-১৯ মহামারির আগে বিশ্বের শ্রমবাজারে যেটুকু লিঙ্গ বৈষম্য ছিল, এখন সেটি অনেক বেড়ে গেছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বলছে, নারীদের আয় কমছে, আগের চেয়ে সঞ্চয় কমেছে। পাশাপাশি চাকরিতেও নিরাপত্তা নেই। খবর আনাদোলু। আইএলওর তুরস্ক অঞ্চলের পরিচালক নুমান ওজকান বলেন, মহামারির কারণে শ্রমবাজারে বেশকিছু প্রভাব পড়েছে। এর মধ্যে দেখা গেছে নারী কর্মীরা আশঙ্কাজনক হারে কাজ হারিয়েছেন। গোটা বিশ্বের শ্রমবাজারেই এ শ্রম বৈষম্য দেখা যাচ্ছে। গত কয়েক বছর ধরেই বৈশ্বিক শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ কমতে দেখা যাচ্ছে। ২০০৫ সালে নারীদের অংশগ্রহণ ছিল ৫০ দশমিক ৩ শতাংশ। ২০১৯-এ তা দাঁড়ায় ৪৭ দশমিক ২ শতাংশে। বৈশ্বিক প্রেক্ষাপটে শ্রমবাজারে নারী-পুরুষের মধ্যে বৈষম্য ২৭ শতাংশ। আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রমবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ