Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সমুচিত জবাব দিলেন জ্যুন জু-ইয়ুং

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০২১, ১২:০২ এএম

‘মিনারি’ চলচ্চিত্রের জন্য এবারের অস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কোরীয় অভিনেত্রী জ্যুন জু-ইয়ুং। পুরস্কারটি তার হাতে তুলে দেন হলিউড হাঙ্ক ব্র্যাড পিট। ফ্যানগার্ল মোমেন্টে একজন ভক্ত যা করে ৭৩ বছর বয়সী অভিনেত্রীটি তাই করেছেন। তিনি তার অনুভূতি একটুও লুকাননি। তাতে যা হবার তাই হয়েছে তার বয়সের যে মর্যাদা তা ক্ষুন্ন করতে ছাড়েনি পাজি সাংবাদিকরা। তাদের একজন জিজ্ঞাসা করে বসেছে ব্র্যাড পিটের শরীরের ঘ্রাণ কেমন? : ‘আমি তাকে শুঁকিনি। আমি তো কুকুর নই।’ পিটের হাত থেকে অস্কার পুতুল হাতে তুলে নেবার সময়ই তিনি বলেন ব্যাপারটি তার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। ‘তিনি আমার নাম ঘোষণা করেছেন আমার বিশ্বাসই হচ্ছিল না, কয়েক সেকেন্ডের জন্য আমি চেতনা হারিয়ে ফেলেছিলাম,’ তিনি বলেন। জ্যুন জু-ইয়ুং প্রথম কোরীয় অস্কারজয়ী অভিনয়শিল্পী, তিনি এর আগে একই ভূমিকার জন্য বাফটা লাভ। লি আইজাক চাঙ পরিচালিত ‘মিনারি’ ছয়টি বিভাগে অস্কার মনোনয়ন লাভ করেছিল; জ্যুন জু-ইয়ুং চলচ্চিত্রটিতে কোরিয়া থেকে আগত যুক্তরাষ্ট্রে অভিবাসী এক পরিবারের বয়োজ্যষ্ঠা সদস্যের ভূমিকায় অভিনয় করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জ্যুন জু-ইয়ুং
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ