Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

নেত্রকোনার মদনে প্রতিপক্ষের কিল-ঘুষিতে আহত বৃদ্ধের মৃত্যু

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মে, ২০২১, ৪:৩৭ পিএম

নেত্রকোনা জেলার মদনে প্রতিপক্ষের কিল-ঘুষিতে আহত বৃদ্ধ আবুল কাশেম (৬৫) চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা গেছেন।

নিহত আবুল কাশেম মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের বরাটি গ্রামের মৃত আব্দুস সোবহানের পুত্র।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, গত রবিবার দুপুরে মেশিন দিয়ে ধান মাড়াই করাকে কেন্দ্র করে বরাটি গ্রামের আবুল কাশেমের সাথে একই গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে লিংকনের বাকবিতন্ডা হয়।

এর কিছুক্ষন পর লিংকন, তাজুল ইসলাম, জুয়েলসহ কয়েকজনকে
সাথে নিয়ে বৃদ্ধ আবুল কাশেমের উপর চড়াও হয়ে কিল-ঘুষি দিয়ে মারধর করে। এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পরে। স্থানীয় লোকজন আহত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তিনি হাসপাতালে মারা যায়।

এ ব্যাপারে মদন থানার ওসি ফেরদৌস আলমের সঙ্গে যোগাযোগ করলে, তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ