Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিএমডিএ’র নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব পেলেন আব্দুর রশিদ

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৩ মে, ২০২১, ৩:২৯ পিএম

রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুর রশিদ। রোববার তাকে নির্বাহী পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-১ এর উপ-সচিব মীনাক্ষী বর্মন এ আদেশে স্বাক্ষর করেছেন। আদেশে বলা হয়েছে, পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত আব্দুর রশীদ নির্বাহী পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। এর আগে গত ১ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক আদেশে বিএমডিএর নির্বাহী পরিচালক শ্যাম কিশোর রায়কে বদলি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের দায়িত্ব দেয়া হয়। তারপরও তিনি বিএমডিএ ছাড়ছিলেন না। তাঁকে দ্রুত বদলির দাবিতে সোমবার মানববন্ধন কর্মসূচির ডাকা দিয়েছিল বিএমডিএ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। তবে আগের দিনই শ্যাম কিশোরের স্থলে প্রকৌশলী আব্দুর রশীদকে পদায়ন করা হলো। তাই কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের ডাকা কর্মসূচি স্থগিত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ