বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের খেলার মাঠ বন্ধের প্রতিবাদ ও মাঠ খুলে দেয়াসহ বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও ক্ষুদে খেলোয়াররা। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিদ্ধিরগঞ্জ পাঠানটুলী এলাকাবাসী ও সরকারি টেকনিক্যাল স্কুল কলেজের শিক্ষার্থী এবং খেলোয়ারদের উদ্যোগে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। পরে একই দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় তারা। একই দাবিতে দুপুর ২টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ওইসব এলাকাবাসী ও ক্ষুদে খেলোয়াররা পুনরায় মানববন্ধন করে। এ সময় উপস্থিত ছিলেন, পাঠানটুলী এলাকার ইমরুল ইসলাম, মহিব উল্লাহ, জুয়েল রানা, ইকরামুল আমিন, সোয়েব আহমেদ, জাতীয় দলের ফুটবলার মো. সোহেল রানা, মো. আমজাদ হোসেন, মো. রাসলে হোসেন, মো. ফরহাদ, নূর আ-আমিন, মো. সজিব, মো. রাজিব, মো. নাজমুল, মো. সোহান, শাকিল, ইমেজ সংগঠনের সভাপতি মহিব উল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক শামীম, সদস্য ইমরুল ইসলাম, অ্যাডভোকেট শোয়েব আহম্মেদ শুভ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।