Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরোজোনের অর্থনীতিতে আবারো মন্দা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০২১, ১২:০২ এএম

এক বছরেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় মন্দায় পড়েছে ইউরোজোনের অর্থনীতি। ধীর টিকাদান কার্যক্রম এবং পুনরায় জারি করা লকডাউনের কারণে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এ অঞ্চলের অর্থনীতি আগের বছরের একই সময়ের তুলনায় আবারো সঙ্কুচিত হয়েছে। বছরের প্রথম তিন মাসে যেখানে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ৬ দশমিক ৪ শতাংশ এবং চীনের অর্থনীতি রেকর্ড ১৮ দশমিক ৩ শতাংশ বেড়েছে, সেখানে ইউরোজোনের অর্থনীতি সংকোচনের মুখোমুখি হয়েছে। শনিবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, কভিড-১৯ প্রাদুর্ভাবের মধ্যেই অর্থনীতিকে পুনরায় চালু করার একাধিক প্রচেষ্টায় এ অঞ্চলের দেশগুলো ভাইরাসটির দ্বিতীয় ও তৃতীয় ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে সা¤প্রতিক তথ্য ইঙ্গিত দিচ্ছে, এ মন্দা স্বল্পস্থায়ী হবে। সমীক্ষায় দেখা গেছে, ইউরোপীয়দের আত্মবিশ্বাস ও উৎপাদন খাত রেকর্ড বৃদ্ধি হচ্ছে। শেষ পর্যন্ত টিকাদান কার্যক্রম বিস্তৃত হওয়ায় ইউরোপীয়রা ব্যয় করতে শুরু করায় দোকান, রেস্তোরাঁ ও পর্যটনকেন্দ্রগুলোয় তীব্র চাহিদা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ