Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেন মরতে চান নেইমার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ মে, ২০২১, ৫:২৩ পিএম

চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় ফাইনালে ওঠার পথে ফেভারিট ছিল প্যারিস সেন্ত জার্মেই। কিন্তু সেমিফাইনালের প্রথম লেগে তারা ঘরের মাঠে ২-১ গোলে হেরে গেছে ম্যানসিটির কাছে। আগামী মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে ফের মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে পিএসজিকে জেতাতে যে কোনও কিছু করবেন নেইমার, এমনকি মাঠে যদি মরতে হয় তাতেও কুণ্ঠবোধ করবেন না।

ব্রাজিলিয়ান মহাতারকা এখনও আশাবাদী, ফরাসি চ্যাম্পিয়নরা আবারও ফাইনালে উঠতে পারবে। এজন্য সামনে থেকে অবদান রাখার প্রতিশ্রুতি দিলেন তিনি। শনিবার (১ মে) লিগ ওয়ানে লেন্সের বিপক্ষে পিএসজির ২-১ গোলে জয়ের পর ক্লাবের অফিসিয়াল মিডিয়া চ্যানেলকে নেইমার এসব বলেন। ম্যাচে একটি গোলও করেছেন তিনি।

নেইমার বলেছেন, ‘এখন সবার আগে বিশ্রাম, তারপর আবার চ্যাম্পিয়নস লিগের দিকে তাকাবো আমরা। ম্যানসিটির বিপক্ষে আমাদের প্রথম লেগটা ছিল কঠিন। কিন্তু আমরা বিশ্বাস করি, পরিসংখ্যান কী বলে কিংবা আমাদের জয়ের সুযোগ কতটুকু সেটা কোনও ব্যাপার নয়।’

ভক্ত-সমর্থকদের আস্থা রাখার আহ্বান করলেন নেইমার, ‘আমি মনে করি প্যারিসের প্রত্যেকের আমাদের ওপর বিশ্বাস রাখা উচিত। আমি আছি সবার সামনে এবং দলের জন্য এই যুদ্ধে আমিই হবো প্রথম যোদ্ধা। আমি আমার সেরাটা দিবো এবং দলকে জেতাতে আমি যে কোনও কিছু করবো, এমনকি এজন্য যদি মাঠে মারাও যেতে হয় মরবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ