Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিএসজির জয়ের নায়ক নেইমার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ মে, ২০২১, ১২:৩২ এএম

কিলিয়ান এমবাপে ছিলেন না। কিন্তু ছিলেন নেইমার। গোল করলেন ও করালেন। ব্রাজিলিয়ান তারকার নৈপুণ্যে লঁসের বিপক্ষে দারুণ এক জয় পেল মাওরিসিও পচেত্তিনোর দল।

নিজেদের মাঠে শনিবার লিগ ওয়ানের ম্যাচটি ২-১ গোলে জিতেছে পিএসজি। নেইমার স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান মার্কিনিয়োস। সফরকারীদের একমাত্র গোলটি করেন ইগনাইসাস গেনাগো।


গত সেপ্টেম্বরে দলটির মাঠে ১-০ গোলে হেরে আসর শুরু হয়েছিল পিএসজির। এবার সেই হারের ক্ষতে কিছুটা প্রলেপ দিল শিরোপাধারীরা।

গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলে হারা ম্যাচ থেকে শুরুর একাদশে ছয়টি পরিবর্তন আনেন পিএসজি কোচ পচেত্তিনো। পায়ের পেশির চোটের কারণে ছিলেন না ফরাসি ফরোয়ার্ড এমবাপে।

আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার লড়াইয়ে সিটির মাঠে খেলবে পিএসজি। কঠিন ওই পরীক্ষার আগে ঘরোয়া লিগে এই জয় এবং দলের সেরা তারকা নেইমারের গোল পাওয়াটা ফরাসি চ্যাম্পিয়নদের জন্য দারুণ কিছু্।

শুরু থেকে বল দখলে আধিপত্য করা পিএসজি প্রথম মিনিটেই লক্ষ্যে শট নেয়। ডি-বক্সের বাইরে থেকে ইদ্রিসা গেয়ির প্রচেষ্টা ঠেকান গোলরক্ষক। ষষ্ঠ মিনিটে বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে নেইমারের পাসে পাবলো সারাবিয়ার শট প্রতিহত হয় ডিফেন্ডারের পায়ে।

প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ৩৩তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা বলের নিয়ন্ত্রণ হারালে পেয়ে যান ইউলিয়ান ড্রাক্সলার। এই জার্মান মিডফিল্ডারের পাসে কাছ থেকে শটে গোলরক্ষককে পরাস্ত করেন নেইমার।

গত ৩১ জানুয়ারির পর লিগে জালের দেখা পেলেন ২৯ বছর বয়সী ফরোয়ার্ড। মাঝে অবশ্য নিষেধাজ্ঞা ও চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি তিনি।

পাঁচ মিনিট পর নেইমারের প্রচেষ্টা পা দিয়ে ফেরান গোলরক্ষক। বিরতির আগে আহনু কালিমেন্দুর শট ফিরিয়ে জাল অক্ষত রাখেন পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস। 

৫৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কিনিয়োস। নেইমারের কর্নারে লাফিয়ে হেডে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

পরক্ষণেই ব্যবধান কমায় সফরকারীরা। সতীর্থের ক্রসে ডি-বক্সে ওভারহেড কিকের চেষ্টায় ঠিকমতো বলে পা ছোঁয়াতে পারেননি কালিমেন্দু। ছয় গজ বক্সে বল পেয়ে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন ক্যামেরুনের ফরোয়ার্ড গেনাগো।

৬৮তম মিনিটে নেইমারের ফ্রি কিক ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক। শেষ দিকে মাউরো ইকার্দি বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি। ব্যবধানও তাই আর বাড়েনি।

লিগে এই নিয়ে টানা চতুর্থ জয় পেল পিএসজি। ৩৫ ম্যাচে ২৪ জয় ও তিন ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে উঠেছে প্যারিসের দলটি। 

এক ম্যাচ কম খেলা লিল ৭৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে। শনিবার রাতে নিসকে হারালেই আবার শীর্ষস্থান ফিরে পাবে তারা।

লিলের সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে মোনাকো তিনে, ৬৭ পয়েন্ট নিয়ে লিওঁ চারে আছে।

৩৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে লঁস।



 

Show all comments
  • Shawon ৩ মে, ২০২১, ১১:৩৩ এএম says : 0
    I love you
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ