Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় লেগের শুরুতেই পয়েন্ট হারালো সাইফ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ মে, ২০২১, ৯:৪৭ পিএম | আপডেট : ১০:০২ পিএম, ১ মে, ২০২১

 

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় লেগের শুরুতেই পয়েন্ট হারালো সাইফ স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার রাতে দিনের দ্বিতীয় ম্যাচে সাইফ গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে। এ ম্যাচে ফিরেছেন জাতীয় দল ও সাইফের অধিনায়ক জামাল ভূঁইয়া। কলকাতা মোহামেডানের হয়ে আই লিগ খেলার পর বিপিএলের দ্বিতীয় পর্বের জন্য নিবন্ধন হয়ে শনিবারই প্রথম সাইফের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। এ ম্যাচে অবশ্য শুরু থেকে খেলেননি জামাল। তিনি মাঠে নামেন ৫৭ মিনিটে। দল যখন গোল পাচ্ছিল না, তখন কোচ মাঠে নামিয়েছিলেন তাকে। কিন্তু জামালকে নামিয়েও ম্যাচ জিততে পারেনি সাইফ। অপেক্ষাকৃত দূর্বল দলের বিপক্ষে দুই পয়েন্ট হারিয়ে ঘরে ফিরেছে এবারের ফেডারেশন কাপের রানার্সআপরা।
এই ড্রতে ১৩ ম্যাচে সাত জয়, দুই ড্র ও চার হারে ২৩ পয়েন্ট পেয়ে তালিকার চতুর্থস্থানে উঠে এলো সাইফ। সমান ম্যাচে তিন জয় এবং পাঁচটি করে ড্র ও হারে ১৪ পয়েন্ট পাওয়া রহমতগঞ্জের অবস্থান আটে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ