বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনার বটিয়াঘাটা উপজেলার নবীনগর এলাকায় সিএনজি ও পিকআপ এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে সিএনজিতে থাকা ছয়জন যাত্রী আহত হয়েছে।
আজ শনিবার দুপুরে একটি পিকআপকে (খুলনা মেট্রো- ন ১১-০৪৩৬) ওভারটেক করার সময় সিএনজি চালিত একটি অটোরিক্সা (খুলনা মেট্রো-থ-১১-০৫৯১) পিকআপ এর বাম্পারে লেগে উল্টে যায়। এ সময় সিএনজিতে থাকা ৬ জন যাত্রীর মধ্যে ৩ জন যাত্রী গুরুতর আহত হয়। আহত যাত্রীদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বটিয়াঘাটা থানার এস আই আবু জাফর জানান, আহত যাত্রীদের বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সিএনজি ও পিকআপটি জব্দ করা হয়েছে। পরবর্তীতে সিএনজি ও পিকআপ এর মালিকরা আহত যাত্রীদের ক্ষতিপূরণের শর্তে মুচলেকা দিয়ে তাদের যানবাহন ফেরত নেয়। আহত যাত্রীরা কোনো অভিযোগ করেনি, অভিযোগ দিলে বা ক্ষতিপূরণের দাবি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।