মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিসরের নীল নদের বদ্বীপে শতাধিক প্রাচীন সমাধির সন্ধান পেয়েছেন প্রত্বাতত্তবিদেরা। এসব পুরোনো সমাধি দেশটিতে পাঁচ হাজার বছরের বেশি সময় আগে প্রাচীন ফারাওদের উত্থান ও সাম্রাজ্য বিস্তারের আগের বলে মনে করা হচ্ছে। মিসরের পর্যটন ও পুরাতত্ত¡বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
মিসরের রাজধানী কায়রোর উত্তরাঞ্চলে দাকাহলিয়া প্রশাসনিক বিভাগে সন্ধান পাওয়া ১১০টি সমাধির মধ্যে ৩৭টি হিকোশ আমলের বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সময়ের হিসাবে সেগুলো ১৬৫০ থেকে ১৫০০ খ্রিষ্টপূর্বাব্দের। ওই সময় এশিয়ার পশ্চিমাঞ্চল থেকে হিকোশরা মিসরে গিয়েছিল। হিকোশ সমাধিগুলো অর্ধ-আয়তাকার। সন্ধান পাওয়া ৬৮টি সমাধি প্রাচীন বুতো আমলের। যার সময়কাল ৩৩০০ খ্রিষ্টপূর্বাব্দের কাছাকাছি। বুতোদের কবরগুলো দেখতে ডিম্বাকৃতির। মায়ের পেটে ভ্রুণ যেভাবে থাকে, অনেকটা সেভাবে মরদেহ রাখা। বেশির ভাগ মরদেহের মাথা পশ্চিম দিকে ও শরীর বাঁ কাত করে রাখা। বাকি পাঁচটি সমাধি খ্রিষ্টপূর্ব ৩১০০ সালের আগের তৃতীয় নাকাদা যুগের। মিসরের প্রথম সাম্রাজ্যের গোড়াপত্তনের ঠিক আগেকার সময় ছিল সেটি। এসব সমাধি দেখতে নলের মতো।
প্রতœতত্ত¡বিদেরা বলছেন, কায়রোর উত্তরাঞ্চলে সন্ধান পাওয়া এসব সমাধি প্রাচীন মিসরের দুটি গুরুত্বপূর্ণ শাসনকালের মধ্যবর্তী সময়ের ইতিহাসের ওপর আলো ফেলবে। মিসরের সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে, সাম্প্রতিক খননে শুধু সমাধি নয়, প্রাচীন আমলের চুলা, মাটির তৈরি ইট, মাটির জাহাজ, তাবিজ, রতœপাথর, কানের দুলসহ আরও নানা নিদর্শনের সন্ধান মিলেছে। সূত্র : আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।