গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : কোরবানির বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের ঘোষিত ৪৮ ঘণ্টার অভিযান চলছে। যথাসময়ের মধ্যেই বর্জ্য অপসারনের কাজ শেষ করতে সক্ষম হবেন বলে রাজধানীর উভয় কর্পোরেশনের কর্তারা আশা করেছেন। তবে, নির্ধারিত স্থান ছাড়াও বিভিন্ন স্থানে আলাদা আলাদা ভাবে কুরবানি দেয়ার কারনে বর্জ্য অপসারণে বড়তি পরিশ্রম করতে হচ্ছে কর্মীদের। তাছাড়া, মালিবাগসহ অনেক এলাকায় অতিরিক্ত পানি থাকায় যথাযথভাবে ব্যবস্থাপনা করা সম্ভব হয়নি বলে জানা গেছে। অনেক এলাকা অবশ্য ঈদের পরের দিনই পরিচ্ছন্ন দেখা গেছে। রামপুরা, গুলশান, বনানী, মোহাম্মদপুর, ফার্মগেট, শ্যামলী, ধানমন্ডির অধিকাংশ আবাসিক এলাকা পরিচ্ছন্ন করা হয়েছে প্রথম দিনেই। ঢাকা সিটি উত্তরের বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদের দিন থেকে বুধবার দুপুর ১টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা থেকে পাঁচ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়েছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল জানিয়েছেন, বুধবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রায় ৯ হাজার টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে। পরিচ্ছন্নতা কাজে নিয়মিত এবং অস্থায়ী মিলিয়ে প্রায় আট হাজার কর্মী নিয়োজিত রয়েছেন বলে জানান দক্ষিণের এই কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।