Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবিতে পাওয়া গেলো আরো দুটি মর্টারশেল ও রকেট লাঞ্চার

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২১, ৫:১১ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বধ্যভূমি এলাকায় আরো দুটি অবিস্ফোরিত মর্টারশেল ও একটি রকেট লাঞ্চার পাওয়া গেছে।
শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সামসুজ্জোহা হলের পূর্বদিকে খননকৃত নতুন পুকুরে শেল ও লাঞ্চারটি দেখতে পান স্থানীয় বুধপাড়া এলাকার জুয়েল। সে হাত ধোয়ার জন্য এসেছিলেন সেখানে। পরে বিষয়টি বধ্যভূমি পুলিশ বক্সের সদস্যের জানায়।

পুলিশ, উক্ত সংবাদের ভিত্তিতে রাবি পুলিশ ফাঁড়ির কর্তব্যরত কনস্টেবল জামরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিত্যক্ত মর্টার শেল এবং ১ টি রকেট লাঞ্চার উদ্ধার করে গনকবরের পুলিশ পোস্টের কাছে নিয়ে আসেন । উদ্ধারকৃত মর্টারশেল ও রকেট লাঞ্চার ৩ টি পুলিশ হেফাজতে আছে ।

এদিকে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, বধ্যভূমি পুলিশ বক্সের পুলিশ সদস্য রাম আমাকে প্রথমে বিষয়টি জানায়। আমি বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির মাধ্যমে মতিহার থানাকে পূর্বের মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ