Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে র‌্যাব-৯’র অভিযানে ৪টি রাইফেল ও ৪৩০টি গুলি উদ্ধার

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২১, ৪:১৪ পিএম

গ্রেফতার হয়নি কেউ, তবে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলি। পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার হয়, সিলেটের গোলাপঞ্জের নুরুল মিয়ার ঘরের পেছন থেকে। র‌্যাব-৯ এর একটি দল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে ২২ বোরের ৪টি রাইফেল ও ৪৩০টি গুলি উদ্ধার করে । র‌্যাব-৯ এর মেজর শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন ও এএসপি আফসান আল আলম ও এএসপি সোমেন মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরে র‌্যাব উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি সাধারণ ডায়রির মাধ্যমে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর এএসপি ওবাইন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে ৪টি রাইফেল ও ৪৩০টি গুলি উদ্ধার করে। তবে অস্ত্র ও ও গুলিগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল। এসময় জড়িত কাউকে আটক করা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ