Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধ্যরাতে চাঁদপুর পদ্মা-মেঘনায় মাছ শিকারে নামছে জেলেরা

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২১, ৪:০৫ পিএম

আজ মধ্যরাত(১ মে) থেকে চাঁদপুর পদ্মা -মেঘনায় মাছ শিকারে নামছে জেলেরা। মার্চ-এপ্রিল দুইমাস নদীতে না নামলেও এখন পুরোদমে প্রস্তুত তারা। তাই জেলে পাড়ায় চলছে উৎসবের আমেজ। যদিও নিষেধাজ্ঞার সময়ে কিছু অসাধু জেলে সরকারি বিধিনিষেধের তোয়াক্কা না করে নদীতে নেমেছিলেন।

২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল এ দুই মাস চাঁদপুর পদ্মা-মেঘনায় চলে অভয়াশ্রম। নির্দিষ্ট এ সময়ে মতলব উত্তরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনার ১০০ কিলোমিটার এলাকায় নদীতে জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ থাকে। এর মধ্যে চাঁদপুরের রয়েছে ৬০ কিলোমিটার এলাকা। আর নিষেধাজ্ঞার এই সময়ে চাঁদপুর সদর, হাইমচর, মতলব উত্তর ও দক্ষিণে প্রায় ৫১ হাজার জেলে কর্মহীন হয়ে পড়েন। তাই দীর্ঘদিন অলস সময় কাটিয়ে ও বুকভরা স্বপ্ন নিয়ে এখন নদীতে নামতে প্রস্তুত চাঁদপুরের অর্ধলক্ষাধিক জেলে।

কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, নদীতে নামতে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি শেষ করেছেন জেলেরা। এখন শুধু অপেক্ষার পালা। নৌকা, জাল ও ইঞ্জিনের মেরামতসহ যাবতীয় কাজ সম্পন্ন করছেন তারা। সবাই ব্যস্ত সময় পার করছেন।

লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের জেলে খোরশেদ গাজী জানান, গত দুই মাস আমরা ঘরে বসে সময় কাটিয়েছি। তার উপর লকডাউন ছিল। ধার-দেনা করে নৌকা ও জাল মেরামতের কাজ করেছি। উপরওয়ালাই ভালো জানে নদীতে মাছ পাওয়া যাবে কিনা।

জেলে আব্দুস সাত্তার মিয়া জানান, এই দুই মাস আমাদের খুবই কষ্টে কাটাতে হয়েছে। মাছ পেলে সন্তানদের নিয়ে দু’মুঠো খেতে পারব। না হলে ঋণের বোঝা আরও ভারী হবে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী জানান, এ বছর কর্মসূচি প্রায় শতভাগ সফল হয়েছে। এছাড়াও আগামী জুন মাস পর্যন্ত জাটকা রক্ষা কার্যক্রম চলমান থাকবে। এতে আগামী বছর ইলিশের উৎপাদনে প্রভাব ফেলবে। অভয়াশ্রমের সময় প্রায় পাঁচ শতাধিক জেলেকে জেল জরিমানা করা হয়েছে এবং সাড়ে ৪০০ কিশোর জেলেকে জরিমানা করে ও মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য চাঁদপুর মৎস্য বিভাগের তথ্য মতে, এ বছর কর্মসূচি সফল করতে এ পর্যন্ত ৫৫৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ৪০ টন জাটকা ও আড়াই কোটি মিটার জাল জব্দ করা হয়েছে।

চাঁদপুর সদর, হাইমচর, মতলব দক্ষিণ ও উত্তর উপজেলার ৫১ হাজার ১৯০ জন নিবন্ধিত জেলে রয়েছে। তালিকাভুক্ত এসব জেলেকে এ সময় চার ধাপে ৪০ কেজি করে ভিজিএফের চাল প্রদান করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাছ শিকার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ