মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কোভিড-১৯ এ বিপর্যস্ত গোটা বিশ্ব। কোনো কোনো দেশে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ লেগেছে। ব্রাজিলে ইতিমধ্যে করোনায় মৃত্যু চার লাখের মাইলফলক ছাড়িয়ে গেছে। যা কিনা মৃত্যুর দিক দিয়ে বিশ্বে দ্বিতীয়।
ব্রাজিলে এখন পর্যন্ত চার লাখ এক হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৮৮৬ জন। এরই মধ্যে সুস্থ হয়েছেন এক কোটি ৩০ লাখ ৯১ হাজার ৭১৪ জন।
গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে তিন হাজার একজনের মৃত্যু হয়েছে। এপ্রিলের শুরুতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ চার হাজার জনের মৃত্যুর পর এটিই দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। গেলো ১৪ দিনে গড়ে সর্বোচ্চ মৃত্যৃ ও শনাক্ত দেখা দিয়েছে।
জানা যায়, করোনার নাজুক পরিস্থিতির মধ্যে টিকা কর্মসূচি দুর্বল হয়ে পড়েছে। এ অবস্থায় সরকারের করোনা মোকাবিলার তদন্ত শুরু করেছে কংগ্রেস। সূত্র: বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।