বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরগুনায় শুরু হয়েছে জরুরি অক্সিজেন সেবা কার্যক্রম। করোনার উপসর্গ নিয়ে শ্বাসকষ্টে থাকা রোগীদের বাসায় গিয়ে অক্সিজেন সাপোর্ট দেয়া হচ্ছে। বরগুনার মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম এ সেবা চালু করেছে।
গত বুধবার বরগুনা প্রেসক্লাব মিলনায়নে আনুষ্ঠানিকভাবে সভা করে এ কার্যক্রম শুরু করা হয়। সভায় সভাপতিত্ব করেন, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি চিত্তরঞ্জন শীল। আলোচনা করেন, সিনিয়র সদস্য জাকির হোসেন মিরাজ, সহ-সভাপতি মনির হোসেন কামাল, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, যুগ্ম সম্পাদক আবু জাফর মো. সালেহ ও দপ্তর সম্পাদক ডিউক ইবনে আমিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-বরিশালের সমন্বয়ক দিপু রায়হান।
করোনার উপসর্গ নিয়ে শ্বাসকষ্টে থাকা রোগীদের স্বজনরা ফোন দিয়ে অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাসায় গিয়ে সাপোর্ট দেয়া হয়। স্বচ্ছল ব্যক্তিদের কাছ থেকে প্রতিদিন ৫০০ টাকা এবং অস্বচ্ছল রোগীদের ফ্রি সেবা দেয়া হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।