Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে মুকিত জাকারিয়ার ৩০ নাটক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

এবারের ঈদে অভিনেতা মুকিত জাকারিয়া অভিনীত ৩০টি নাটক প্রচার হবে। এসব নাটক বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ইউটিউবে প্রচার হবে। ইতোমধ্যে তিনি সাগর জাহানের পরিচালনায় ‘শেফালীর প্রেমিকেরা’সহ দুটি সাত পর্বের ধারাবাহিক নাটকের কাজ শেষ করেছেন। এছাড়া ডি এস চঞ্চলের পরিচালনায় ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘লটারী’র কাজ শেষ করেছেন। মুকিত জাকারিয়া বলেন, ‘এবারের ঈদে প্রত্যেকটি নাটকেই আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে। এটা সত্যি, একটি চরিত্রের সাথে আরেকটি চরিত্রের কোন মিল নেই। কাজগুলো নিয়ে আমি আশাবাদী। আর আমি নবীন-প্রবীন সব পরিচালকের নাটকেই অভিনয় করি। আমার কাছে মনে হয়, প্রত্যেক পরিচালকের কাছ থেকেই কিছু না কিছু শিখি। প্রত্যেক পরিচালকের নাটকেই নিজেকে চরিত্রানুযায়ী যতটা ভালোভাবে উপস্থাপন করা যায়, তাই করার চেষ্টা করি। আমার উপর নির্মাতাদের যে আস্থা তাকে আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। ভালো ভালো গল্পে কাজ করে যেতে চাই। শুধুমাত্র কয়েকদিনের জন্য জনপ্রিয়তায় থাকার মানসিকতা আমার নেই। কিছু ভালো ভালো কাজ করে দৃষ্টান্ত স্থাপন করে যেতে চাই।’ মুকিত জাকারিয়া প্রথম সিনেমাতে অভিনয় করেন মোস্তফার সরয়ার ফারুকীর নির্দেশনায় ‘টেলিভিশন’ সিনেমায়। পরবর্তীতে ‘পিঁপড়া বিদ্যা’সহ আরো ৫/৬টি সিনেমায় অভিনয় করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুকিত জাকারিয়া
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ