গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
তাহফিজে হারামাইন পরিষদ বাংলাদেশ-এর সভাপতি মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা কারী আবুল হোসাইন ও সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম আনসারী এক যুক্ত বিবৃতিতে কওমি মাদরাসার নিয়ন্ত্রক সংস্থা ’আল-হাইয়াতুল উল্ইয়া লিল্-জামিআতিল কওমিয়া বাংলাদেশ ’কওমী মাদরাসা খুলে দেয়ার’ দাবি সমর্থন করে বলেছেন, পবিত্র রমজান বিশেষভাবে কোরআন তিলাওয়াতের মাস। আর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ তায়ালার রহমত পাওয়া যায় এবং বালা-মুসিবত ও মহামারি দূরীভুত হয়। এমতাবস্থায় আল্লাহর রহমত পাওয়ার আশায় কওমি মাদরাসা খুলে দিন।
বিবৃতিতে তারা বলেন, রমজানের মধ্যেই কওমি মাদরাসার হিফজ ও মক্তব বিভাগ খুলে দেয়া এবং রমজানের পর কওমি মাদরাসার শিক্ষাকার্যক্রম চালু করার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।