বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অনেকদিন পর স্বস্তির বৃষ্টি নামলো বগুড়ায়। বুধবার রাত ৮টায় শুরু হয়ে সাড়ে ৮টা পর্যন্ত থেমে থেমে চলা এই শীত শীত বৃষ্টির পরশে সজীব হয়ে উঠেছে প্রকৃতি। গ্রীষ্মের রক্ত লাল কৃষনচুড়া , শে^ত শুভ্র রজনীগন্ধা , গন্ধরাজ প্রভৃতির রুপ রস গন্ধ যেন আরও বেড়েছে ।
মওশুমি ফল আম, জাম ,কাঠাল সহ সব ধরনের খরিফ ফসলের উপকার হয়েছে প্রভুত। তাপদাহ কমেছে অনেকটাই । স্বস্তির ভাব ফিরেছে প্রকৃতিতে ।
বৃহষ্পতিবার বগুড়া আবহাওয়া অফিসে যোগাযোগ করলে উচ্চ পর্যবেক্ষক নুরুল ইসলাম জানান, গত ৪ মাসে এই প্রথম একবারে ১০ মিলিমিটার বৃষ্টি হল । এতে তাপদাহ কিছুটা কমেছে ।
উদাহরণ টেনে তিনি বলেন, বুধবার বগুড়ায় সর্বনি¤œ তাপমাত্রার রেকর্ড ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস । বৃহষ্পতিবার সেটা নি¤œগামি হয়ে ২১ ডিগ্রিতে নেমে এসেছে।
তিনি জানান, বৃষ্টির সাথে জোরে বায়ু প্রবাহ থাকলেও বগুড়ায় সেটা ঝড়ের পর্যায়ে ছিলনা ।
বগুড়া কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ দুলাল হোসেন জানান , বুধবারের রাতের মৃদুলয় বর্ষনে কোথাও কোথায় ধানের গাছ নেতিয়ে পড়লেও পরদিন রোদ থাকায় সেটা ক্ষতির কোন কারণ হবেনা । তিনি বলেন , বৃষ্টিতে বরং আউশ ও পাটের প্রভুত উপকার হবে ।
এই বৃষ্টি মওশুমি ফল, আম ,কাঁঠাল, লিচু ও জামের জন্য প্রভুত কল্যান বয়ে আনবে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।