বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাধবদী (নরসিংদী) উপজেলা সংবাদদাতা : মাধবদীতে কোরবানির পশু বিক্রি হচ্ছে পুরোদমে। কিন্তু শেষ সময়ে কোরবানীর পশু বিক্রেতা ও ক্রেতারা রয়েছেন দুশ্চিন্তায়। বিক্রেতারা বলছেন শেষ মুহূর্তে সঠিক দাম (পুঁজি) পেলেই বিক্রি করে দিব, আর অন্য দিকে ক্রেতারা বলছেন ভিন্ন কথা গত বছরের তুলনায় এবার গরুর দাম অনেক বেশী শেষ পর্যন্ত গরু কিনতে পারবো কিনা জানিনা। মাধবদীর ঐতিহ্যবাহী গরুর হাট ঘুরে দেখা গেছে এবার মাধবদীসহ আশপাশের পশুর হাঠে ভারতীয় গরুর তুলনায় দেশী গরুর প্রচুর আমদানি হয়েছে। তবে মোটাতাজা বড় গরুর গুলোর ক্রেতা সঙ্কটে পড়েছে বিক্রেতারা। কারণ কৃত্রিম উপায়ে মোটাতাজা করা গরু বেশী দিন বেঁচে থাকেনা এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন ধারণা মাধবদীর মানুষের মাঝে ছড়িয়ে পড়ার পর কোরবানির হাটগুলোতে বড় এবং মোটাতাজা গরু বিক্রি হচ্ছেনা। ফলে বড় গরুর ক্রেতারা এবার মাঝারি ও ছোট গরু ক্রয় করছে একাধিক। এতে করে ছোট ও মাঝারি গরুর দাম অনেক বেশী হাকাচ্ছে বিক্রেতারা। এখানে প্রচার চালু আছে ইনজেকশনে মোটাতাজা করলে তিন মাস আর বড়ি (ট্যাবলেট) খাইয়ে মোটা করলে এক মাসের মধ্যে গরুর মৃত্যু হয়। এ কথা এখন সবার মুখে মুখে ছড়িয়ে আছে। এ কারণেই মোটাতাজা গরু বিক্রি হচ্ছে খুবই কম। এ কারণে ছোট গরুর ক্রেতারা এবার বাজেট ফেল করার অবস্থায় পড়েছে জানিয়েছেন ছোট ও মাঝারি গরুর অনেক ক্রেতা। ধারণা করা হচ্ছে ব্যবসায়ী ছাড়া বাড়িতে সারা বছর যে সব গৃহস্তরা গরু পালন করে স্বাভাবিক খাবারে মোটাতাজা করেছে কোরবানির ঈদে ভাল দাম পাবার আশায় তাদের এবার লোকসান গুনতে হবে। বড় গরুর বিক্রেতারা ইতিমধ্যেই এক হাট থেকে অন্য হাটে গরু নিয়ে বেশী মূল্য পাবার আশায় যেতে দেখা যাচ্ছে। আর এ অবস্থায় মৌসুমি পশু বিক্রেতার সবচেয়ে বেশী সমস্যায় পরেছেন। একদিকে তারা তাদের চাহিদা অনুযায়ী বড় গরু বিক্রি করতে পারছেনা আর অন্য দিকে তারা আতঙ্কে আছেন কখন যেন তাদের কৃত্রিম উপায়ে মোটাতাজা করা গরুর কিছু হয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।