Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দল পেলেন সাকিব-মাহমুদউল্লাহ-লিটন

পিএসএল প্লেয়ার্স ড্রাফট

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

চলছে পাকিস্তান সুপার লিগের (পিএসএলের) বদলি প্লেয়ার্স ড্রাফট। যেখানে দল পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন দাস। সাকিব লাহোর কালান্দার্স, মাহমুদউল্লাহ মুলতান সুলতান এবং লিটন দাস খেলবেন করাচি কিংসের হয়ে।

করোনাভাইরাসের কারণে মার্চের ৪ তারিখ বন্ধ হওয়ার আগে পিএসএলের ষষ্ঠ আসরের ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। তবে বাকি রয়েছে আরও ২০টি ম্যাচ। এমন অবস্থায় টুর্নামেন্ট শুরুর নতুন দিন-তারিখ চ‚ড়ান্ত করেছেন আয়োজকরা।
ভার্চুয়াল মাধ্যমে ১৩২ জন বিদেশি খেলোয়াড়কে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে প্লেয়ার্স ড্রাফট। আগামী ১ জুন থেকে আবার মাঠে গড়াবে পিএসএলের ষষ্ঠ আসর। ২০ জুন হবে ফাইনাল। এর আগে সব দলকে পরিবর্তিত খেলোয়াড় নেওয়ার সুযোগ করে দিয়েছেন আয়োজকরা। নতুন প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে বদলি খেলোয়াড় দলে ভেড়াতে পারবে দলগুলো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ