Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কে মৃত ১২

ছয় জেলায় দুর্ঘটনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

সড়ক দুর্ঘটনায় ছয় জেলায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৫ জন। গতকাল ২৪ ঘণ্টায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ঝিনাইদহ ও ময়মনসিংহে ৩ জন করে, গাজীপুর ও গোপালগঞ্জে দুজন করে, কুমিল্লা ও লালমনিরহাটে একজন করে।

ঝিনাইদহ : ইজিবাইক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল বিকেলে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার দুধসর নামক এলাকায় এ দুর্ঘটন ঘটে। এ সময় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন শৈলকুপার ফুলহরি গ্রামের ফজলুর রহমানের স্ত্রী তহুরা খাতুন (২৫), একই উপজেলার গোকুলনগর গ্রামের ছবুর আলীর ছেলে তুহিন হোসেন (২৮) ও দুধসর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রেনু খাতুন (৪৮)। আহত ব্যক্তিদের নাম এখনো জানা যায়নি। দুর্ঘটনায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে রাস্তার খাদে পড়ে যায়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বুধবার বিকেলের দিকে শৈলকুপার দুধসর নামক এলাকায় একটি প্রাইভেট কারের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রেনু নামে এক নারী নিহত হন। এ সময় আহত হন ছয়জন। গুরুতর আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তুহিন ও তহুরা নামের আরও দুজন মারা যান। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন বলে জানা গেছে।
ময়মনসিংহ : ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৩ জন নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের খিচা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা খলিল মিয়া (৩২), একই উপজেলার উত্তর গুজির কোনা গ্রামের আশরাফ আলীর ছেলে মাসুম (২৮) ও সিনজিচালক শহিদুল ইসলাম (৩৪)। তারাকান্দা থানা অফিসার ইনচার্জ জানান, ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি ট্রাক দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী একটি সিএনজির সাথে খিঁচা মহাসড়কে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মারাত্মক আহত সিএনজি যাত্রী আমিনুল ইসলাম (২২) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জ : গোপালগঞ্জে দুই সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। গত মঙ্গলবার রাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের সদর উপজেলার গোলাবাড়িয়া ও গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার নিলফা মালেকের বাজার এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার কাটরবাড়ী গ্রামের মোস্তফা মুন্সির ছেলে হাসিবুর মুন্সি (৩৫) ও বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গারফা গ্রামের মোখলেস শেখের ছেলে গোরাই শেখ (৪৫)।
গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ধান কাটার শ্রমিকসহ দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন- মো. নূর ইসলাম ও মো. সোহেল মিয়া। গতকাল দুপুর একটার দিকে উপজেলার বক্তারপুর ইউনিয়নের পৈলানপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. নূর ইসলাম জামালপুরের ইসলামপুর উপজেলার ঝিগাতলা গ্রামের মৃত আকাব আলী শেখের ছেলে ও মো. সোহেল মিয়া গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া গ্রামের আরশ নেওয়াজের ছেলে।
কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সজিব কুমার দাস (৩২) নামে একজন নিহত ও অপর চারজন আহত হয়েছেন। গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার নোয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব ফেনী সদরের মাস্টার পাড়ার তপন কুমার দাসের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনীর মহিপাল থেকে বুধবার দুপুরে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৩-৩৪২০) দ্রুতগতিতে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় বেলা সাড়ে ১২টায় একটি লরির পেছনে ধাক্কা দেয় দ্রুতগতির মাইক্রোবাসটি। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন মাইক্রোবাসের যাত্রী সজিব। এ ঘটনায় আহত হন আরও ৪ জন।
লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রামে পাথরবোঝাই ট্রাকের চাপায় শরিফ উদ্দীন (৮৫) নামের এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। উপজেলার লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের আন্তজেলা মোড় সড়কে গতকাল সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়কে মৃত ১২

২৯ এপ্রিল, ২০২১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ