বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী ইউনিয়নের তেলুয়ারী গ্রামের রিপন সেমাই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও চানাচুর উৎপাদন করে বাজারজাত করায় সাময়িক বন্ধ ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে ওই কারখানা পরিদর্শন করে সাময়িক বন্ধ ও জরিমানা করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে রিপন সেমাই কারখানার মালিক রিপন মিয়া ওই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও চানাচুর উৎপাদন করে বাজারজাত করে আসছিল। প্রশাসনের কাছে এমন খরব এলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন ওই কারখানায় অভিযান চালায়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও চানাচুর তৈরি ও বাজারজাত করায় কারখানার মালিক রিপন মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে (২০০৯) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০হাজার টাকা জরিমানা ও কারখানাটির উৎপাদন কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও চানাচুর তৈরি ও বাজারজাত করায় কারখানার মালিক কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে (২০০৯) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা ও কারখানাটির উৎপাদন কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।