Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় রেফ্রিজারেটর বিক্রি বেড়েছে

প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : বগুড়ায় আগের থেকে রেফ্রিজারেটর বিক্রি বেড়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে শহরের রেফ্রিজারেটরের শো রুমে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে। গত দুই সপ্তাহে আগেও যেখানে দিনে ২ থেকে ৩টি ফ্রিজ বিক্রি হতো এখন সেখানে প্রতিদিন ৩০ থেকে ৩৫টি করে ফ্রিজ বিক্রি হচ্ছে। বেড়েছে ফ্রিজের শোরুম ব্যবসায়ীদের ব্যস্ততা। জানা যায়, বগুড়া শহরের শেরপুর রোড, থানা রোড, গোহাইল রোড, সাতমাথা, বড়গোলা, মহিলা কলেজ রোড, চেলোপাড়া এলাকায় এলজি বাটার ফ্লাই, সিঙ্গার, ওয়ালটন, মাইওয়ানসহ বিভিন্ন নামের রেফ্রিজারেটর বিক্রীর অর্ধশতাধিক শোরুম রয়েছে। শোরুমগুলোতে ১৫ হাজার থেকে ৮০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ডিজাইনের ফ্রিজ কেনাবেচা হচ্ছে। ডিপ ফ্রিজও বিক্রি বেড়েছে আগের থেকে দিগুণ। বগুড়া শহরের সাতমাথাস্থ এলজি বাটারফ্লাই শোরুমের কর্মকর্তারা জানান, গত দুই সপ্তাহ আগে থেকেই ফ্রিজ ক্রেতারা আগের থেকে দিগুণ আসছে। ফ্রিজ কেনার সাথে পাশাপাশি এবার ওভেন বিক্রিও হচ্ছে বেশি। শেরপুর রোডের সিঙ্গার শো-রুমের কর্মকর্তা সোভন জানান, রেফ্রিজারেটরের সাথে বিক্রি বেড়েছে ডীপ ফ্রিজও। শুধু যে ঈদের জন্যই কেনাবেচা বেড়েছে এমন নয়, বর্তমানে আবহাওয়া অনেক গরম থাকায়ও ফ্রিজের চাহিদা বেড়েছে।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়ায় রেফ্রিজারেটর বিক্রি বেড়েছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ