Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনা জেলা হেফাজতে ইসলামের সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম গ্রেফতার

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২১, ৮:৩৯ পিএম

নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশ বুধবার দুপুরে কেন্দুয়ায় বিশেষ অভিযান চালিয়ে একটি মাদ্রাসা থেকে হেফাজতে ইসলাম নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করেছে।

নেত্রকোনা ডিবি পুলিশের ওসি খন্দকার শাকের আহমেদ জানান, নেত্রকোনা জেলা শহরের মালনী জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার মহা-পরিচালক ও হেফাজতে ইসলাম নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম নারায়ণগঞ্জ রয়েল রিসোর্ট ভাংচুর মামলার অন্যতম আসামী। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ায় তাকে কেন্দুয়ার একটি মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয়েছে।



 

Show all comments
  • Dadhack ২৮ এপ্রিল, ২০২১, ৯:৩৪ পিএম says : 0
    May Allah's curse upon them those who are involved arresting Alem's who are the inheritor of Rasul: The punishment in severe: সুরা আল-মাইদাহ: আয়াত:5:33: নিশ্চয়ই আল্লাহ ও তাঁর রসূলের সাথে সংগ্রাম করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয়, তাদের শাস্তি হচ্ছে এই যে, তাদেরকে হত্যা করা হবে অথবা শূলীতে চড়ানো হবে অথবা তাদের হস্তপদসমূহ বিপরীত দিক থেকে কেটে দেয়া হবে অথবা দেশ থেকে বহিষ্কার করা হবে। এটি হল তাদের জন্য পার্থিব লাঞ্ছনা আর পরকালে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। জাহান্নামীদের অবস্থা জাহান্নামের ভিতরে ওয়াহব ইবনে মুনাববিহ বলেছেন: • তারা ঘুমাবে না। • তারা মারা যাবে না। • তারা আগুনে চলবে। • তারা আগুনে বসে থাকবে। জাহান্নামবাসীদের পুঁজ থেকে পান করানো হবে। • তারা আজ-যাক্কুম (একটি ভয়ঙ্কর গাছ) থেকে খাবে। তাদের কম্বল হবে আগুনের। • তাদের বিছানার গদি হবে আগুনের। তাদের জামা হবে আগুনের। • তাদের মুখমণ্ডল আগুন দ্বারা আচ্ছাদিত থাকবে । • তারা শৃঙ্খলিত থাকবে, যার প্রান্তটি থাকবে জাহান্নামের রক্ষাকারীদের হাতে । জাহান্নামের রক্ষকরা তাদের সামনে টেনে আনবেন এবং পিছনে (এগুলি ছিঁড়ে ফেলার জন্য) এবং তাদের পুস জাহান্নামের গর্তে প্রবাহিত হবে (যা তারা তাহলে পান করবে)। তখন ওয়াহব অজ্ঞান হওয়া অবধি কাঁদলেন। Book of The End: Great Trials and Tribulations by Ibn Kathir (p. 537)
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেত্রকোনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ