বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা মৎস্য অধিদপ্তর বুধবার বলেশ্বর নদে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাটকা সংরক্ষণ উপলক্ষে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বলেশ্বর নদীতে নৌবাহিনীর সহযোগীতায় অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল, ৫ টি বেহুন্দি, ২ টি নেট বাঁধা ও ১ টি বেড়জাল জব্দ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. নজরুল ইসলাম, মাঠ কর্মকর্তা মনোজ মন্ডল, নৌবাহিনীর বিভিন্ন সদস্য।
উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. নজরুল ইসলাম জানান, আজকের জাটকা-আগামী দিনের ইলিশ। ইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ। ইহা রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। সরকার জাটকা রক্ষার জন্য জেলেদের সব সময়ই বিশেষ সুবিধা দিয়ে আসছেন। তিনি ইলিশ রক্ষার ক্ষেত্রে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।
এসময় নদীতে বসানো অবৈধ বাঁশ-খুঁটি, ড্রাম উপড়ে ফেলা হয়। একই সাথে জেলেদের সচেতন করেন উপজেলা মৎস্য অধিদপ্তর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।