Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণতান্ত্রিক অধিকার আদায় করে নিতে হয়

শফিকুল গাণি স্বপনের ৬৮তম জন্মবার্ষিকীতে স্মরণ সভায় বক্তারা

প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গণতান্ত্রিক অধিকার কেউ দিয়ে দেয় না। এটি আদায় করে নিতে হয়। গতকাল রোববার সকালে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে ‘ন্যাপ চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জননেতা শফিকুল গানি স্বপনের ৬৮তম জন্মবার্ষিকীতে’ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, আগামী দিনে গণতন্ত্রকে ফিরে পেতে আমাদেরকে আরও বেশি সংগঠিত হতে হবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করে গণআন্দোলন গড়ে তুলতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণতান্ত্রিক অধিকার আদায় করে নিতে হয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ