Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেয়োমি ক্যাম্বেল রাতে এসি বন্ধ রাখেন যে জন্য

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

সুপারমডেল নেয়োমি ক্যাম্বেলের বয়স ৫০ পেরিয়েছে গত বছর মে মাসে। এখন তাকে তার রূপের জন্য আরও যত্নবান হতে হয়। এজন্য তাকে অনেক পন্থা অবলম্বন করতে হয়। তার একটি হল রাতে ঘুমাতে গেলে এয়ার কন্ডিশনিং বন্ধ রাখা। তার বিশ্বাস রাতে এয়ার কন্ডিশনারের ঠান্ডা হাওয়া তার বলিরেখা বাড়িয়ে দিতে পারে। ‘আমি এই রুমটি পছন্দ করি। এটি যথেষ্ট ঠান্ডা। আমাদের এখানে এয়ার কন্ডিশনিং আছে। তবে ব্যক্তিগতভাবে আমি রাতে এয়ার কন্ডিশনিংয়ে ঘুমাই না। আমার এটি পছন্দ নয়, এতে আমার বলিরেখা হয়, এটাই আমার বিশ্বাস,’ কেনিয়ার মালিন্দিতে তার বিলাসবহুল ভিলা পরিদর্শনের সময় নেয়োমি ক্যাম্বেল বলেন। যুক্তরাজ্যের ফিমেইলফার্স্ট ওয়েবসাইট জানিয়েছে। তিনি হাইড্রোথেরাপির ভক্ত বলে জানান। “এ হল হাইড্রোথেরাপি। আধা ঘণ্টা গোসল করতে হয়। তারপর বিশেষজ্ঞরা কাদা দিয়ে মুড়ে ফেলে তারপর তারা তাতে ডুবিয়ে রাখে, গভীরে, গভীরে আরও গভীরে, এতে ত্বক থেকে দুষিত উপাদান বেরিয়ে যায়,” তিনি বলেন। তিনি জানান এটি ত্বকের দূষণ বের করার ভাল উপায়। ‘যখন অবকাশে গিয়ে আয়েশে থাকি তখন আমি তাই করতে চাই। আমি আমার সব বন্ধু আর অতিথিদের পরামর্শ দিয়ে থাকি তারা এখানে বেড়াতে এলে প্রথম দিনই যাতে তারা এই প্রক্রিয়া অবলম্বন করে,’ তিনি বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেয়োমি ক্যাম্বেল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ