Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রে মাস্ক ছাড়া বেরোনো যাবে রাস্তায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

করোনাভাইরাসের উভয় ডোজ টিকা নিয়েছেন যুক্তরাষ্ট্রের এমন নাগরিকদের ঘরের বাইরে মাস্ক পরার বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। তবে বাইরে ভিড় থাকলে অবশ্যই মাস্ক পরতে হবে। মঙ্গলবার দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি)-এর তরফে এমন নির্দেশনা জারি করা হয়েছে। সিডিসি জানিয়েছে, যারা করোনা প্রতিরোধে প‚র্ণাঙ্গ টিকা নিয়েছেন তাদের ভিড়ের জায়গা ছাড়া, বাড়ির বাইরে আর কোথাও মাস্ক পরার প্রয়োজন নেই। আনুষ্ঠানিকভাবে এই ঘোষণার পরই বিষয়টি নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘সিডিসি এই ঘোষণা দিতে পেরেছে কারণ আমাদের বিজ্ঞানীরা এই উপাত্তে সন্তুষ্ট যে, টিকা নেওয়া ব্যক্তিরা এই ভাইরাসে সংক্রমিত হওয়া কিংবা অন্যকে সংক্রমিত করার আশঙ্কা খুবই কম। সিডিসি জানিয়ে দিয়েছে, টিকা গ্রহণ সাপেক্ষে বাইরের কোন কোন কাজ নিরাপদ কিংবা কম নিরাপদ। সিডিসি-র হিসাব অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় ৩০ শতাংশ মানুষ টিকার উভয় ডোজ বা প‚র্ণাঙ্গ টিকা নিয়েছে। এছাড়া ৪২ শতাংশ মানুষ অন্তত একটি ডোজ নিয়েছে। সিএনএন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ