Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেমডিসিভির দিয়ে ভারতকে সাহায্য করবে গিলিয়াড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

মার্কিন সংস্থা গিলিয়াড ঘোষণা করেছে যে, তারা ভারতকে রেমডিসিভির দিয়ে সাহায্য করবে। এ জন্য জীবনদায়ী এই ওষুধের ৪ লাখ ৫০ হাজার ডোজ পাঠানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রাপ্ত বয়স্ক এবং শিশুদের চিকিৎসার জন্য জরুরী ব্যবহারের জন্য ভারতে রেমডেসিভির অনুমোদন পেয়েছে। সোমবার গিলিয়াড সায়েন্সের চিফ কমার্শিয়াল অফিসার জোহান্না মার্সিয়র বলেছেন, ‘ভারতে কোভিড-১৯ এর সাম্প্রতিক কালের ভয়াবহতা বিপর্যয়মূলক প্রভাব ফেলছে এবং স্বাস্থ্য ব্যবস্থার উপর অভ‚তপূর্ব চাপ সৃষ্টি করেছে।’ তিনি বলেন, ‘আমরা এই সঙ্কট মোকাবিলায় সহায়তা করার জন্য আমাদের অংশীদারদের প্রতি প্রতিশ্রæতিবদ্ধ। আমাদের তাৎক্ষণিক সিদ্ধান্তে ভারতবর্ষের রোগীদের প্রয়োজনীয় সমস্যা সমাধান করতে চাই। সরকার, স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং আমাদের স্বেচ্ছাসেবীদের সঙ্গে একসঙ্গে কাজ করে যত তাড়াতাড়ি সম্ভব রেমডিসিভির পেয়ে ভারত যে উপকৃত হতে পারে, সেদিকেই নজর আমাদের।’ সংস্থাটি ঘোষণা করেছে, স্বেচ্ছাসেবক লাইসেন্সধারীদের প্রযুক্তিগত সহায়তা, নতুনভাবে উৎপাদনের সুবিধা দিয়েছে। যাতে তারা উৎপাদন ক্ষমতা দ্রুত করতে পারে। তাদের উৎপদন ক্ষমতা বাড়ানোর জন্য লাইসেন্সধারীদের সহায়তা প্রদান করার পাশাপাশি, গিলিয়াড ভারতীয় রোগীদের তাৎক্ষণিক চাহিদা পূরণের জন্য কমপক্ষে ৪ লাখ ৫০ হাজার রেমডিসিভির ডোজ অনুদান হিসেবে দেবে বলে জানিয়েছে সংস্থা। সূত্র : টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ